তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার অন্তর্গত শ্রীবরদী থানার (বর্তমান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা) কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর গ্রামের তালুকদার বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম কিয়ামত উল্লাহ তালুকদারের নামে কলেজটির নামকরণ করা হয়। মরহুম কিয়ামত উল্লাহ তালুকদারের পুত্রদের দানকৃত জমিতে কলেজটি ০৫ মে, ১৯৭২ খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়। প্রথমে বকশীগঞ্জ সীমারপাড় (উত্তর) গ্রামে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বাজার থেকে অদূরে ও মফস্বল এলাকা হওয়ার কারণে প্রতিষ্ঠানে আশানুরূপ শিক্ষার্থী সমাগম না হওয়ায় বছরখানেকের মধ্যে এর স্থাপনা সরিয়ে নিয়ে বকশীগঞ্জ বাজারের মধ্যবর্তী রাজেন্দ্রগঞ্জ মৌজার দুই একর জায়গার উপর (বর্তমান ক্যাম্পাস) স্থায়ীভাবে স্থাপন করা হয়। কলেজটি স্থাপনের পর কিয়ামত উল্লাহ তালুকদারের সন্তানদের আর্থিক অনুদান ও অন্যান্য শিক্ষানুরাগী সুশীল সমাজের দেওয়া আর্থিক সহায়তায় বেসরকারিভাবে পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালের ৩০ জুন তৎকালীন এরশাদ সরকারের আমলে বকশীগঞ্জের কৃতি সন্তান শিক্ষানুরাগী সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী এম.এ সাত্তার মহোদয়ের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয় এবং তাঁর নিজস্ব অর্থায়নে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আব্দুল জব্বার বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করেন। এছাড়াও কলেজ প্রতিষ্ঠায় প্রাক্তন এম.পি.এ. মো: নঈম উদ্দিন আহমেদ, তৎকালীন চীফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল জব্বার, প্রাক্তন এম.পি.এ এডভোকেট মো: আশরাফ হোসেন এবং শিক্ষানুরাগী মো: হামিদ উদ্দিন সরকার ও পানফুল বিবি বিশেষ অবদান রেখেছেন। কলেজটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছিলেন মো: মমতাজ উদ্দিন নাদির।
কলেজ প্রতিষ্ঠাতাদের নাম:
আলহাজ্ব দেলোয়ার হোসেন তালুকদার
মো: মোফাজ্জল হোসেন তালুকদার
মো: ফজলুল করিম তালুকদার
মো: আব্দুল কুদ্দুছ তালুকদার
মো: হাফিজুর রহমান তালুকদার
মো: হেদায়েত উল্লাহ তালুকদার
মো: নাজমুল তালুকদার
মো: আবুল কাশেম তালুকদার
দাতাদের নাম:
এম.এ সাত্তার (সাবেক মন্ত্রী)
মো: হামিদ উদ্দিন সরকার
পানফুল বিবি